রাবির ভর্তি পরিক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না
ভালুকা বয়েজ ক্লাব ফুটবল টুর্ণামেন্টে
ভালুকা মাস্টার হাসপাতালের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প
ভালুকা আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী যারা
গৌরীপুরে পৌর মেয়রের বর্ণিল শোডাউন
ভালুকায় প্রেমের টানে বাড়ি ছেড়ে লাশ হলেন শিমু
ফেসবুকে আমার ফলোয়ারদের মধ্যে বাংলাদেশিই বেশি: আতিফ
প্রকাশকাল : ১৫/১২/২০১৩ ২:৩০:০০ | প্রকাশক : এস,আই,জিন্নাহ | পাঠক সংখ্যা : 1767 |
পীরগঞ্জে কবি আসর অনুষ্ঠিত রংপুরের পীরগঞ্জে কবিদের নিয়ে এক কবি আসর অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা সদরে ‘সাপ্তাহিক সমকালীন বার্তা পত্রিকা’র উদ্যোগে ওই কার্যালয়ে কবি আসরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) কবি আব্দুল মমিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন‘ সমাকালীন বার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম কবির বিলু।
কবিরা স্বরচিত কবিতা পাঠ করে আসরটি জমিয়ে তোলেন। কবি হোসনে আরা বেগম, শ্রীমতি প্রতিমা রানী মহন্ত, সোলায়মান, এমআর শাহীন, রোকনুজ্জামান, অরুপ রানা নওশাদ, চন্দন কুমার সরকার। প্রায় ২ ঘন্টার ওই আসরে কবিতা আবৃত্তি ও আলোচনা করা হয়। আসরে কবি আব্দুল মমিন আকন্দের “হতাশা জীবনধ্বংসী এক মারনাস্ত্র, জয়িতাদের জীবন সংগ্রাম”, প্রতিমা কাঞ্চনের “দগ্ধ প্রেম, অজানা স্বপন’’, হোসনে আরার “জয়, কল্পনা”, চন্দন কুমার সরকারের “মুক্ত আশা, স্মৃতির রবি, আবার এসো”, রোকনুজ্জামানের “একটা দেশ চাই, ভালবাসা”, এরআর শাহীনের “বাংলার পতাকা, আমি ও বিপ¬বী, জাগো”, অরুপ রানা নওশাদের “ছেঁড়া কাঁথা, গন্ধ, রুপসী বাংলা”, আবু সোলায়মানের “একাত্তরের প্রত্যাবর্তন” শিরোনামে কবিতাগুলো আবৃত্তি করা হয়। যেন কিছুটা সময়ের জন্য সাহিত্যাঙ্গনে ডুবে গিয়েছিল উপস্থিত কবি-সাহিত্যিকরা। ওই আসরে প্রতিমাসে দু’বার করে কবি আসর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।