রাবির ভর্তি পরিক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না
ভালুকা বয়েজ ক্লাব ফুটবল টুর্ণামেন্টে
ভালুকা মাস্টার হাসপাতালের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প
ভালুকা আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী যারা
গৌরীপুরে পৌর মেয়রের বর্ণিল শোডাউন
ভালুকায় প্রেমের টানে বাড়ি ছেড়ে লাশ হলেন শিমু
ফেসবুকে আমার ফলোয়ারদের মধ্যে বাংলাদেশিই বেশি: আতিফ
প্রকাশকাল : ৩১/৩/২০১৪ ৮:০০:০০ | প্রকাশক : এস,আই,জিন্নাহ | পাঠক সংখ্যা : 1750 |
নওগাঁর নিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নওগাঁ’র নিয়ামতপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে আউশ ধান চাষের প্রনোদনাস্বরুপ বিনামুল্যে বীজ, সার এবং সেচ সহায়তা বাবদ অর্থ বিতরন করা হয়েছে। সোমবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মোট ২ হাজার ৪শ ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।
নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ আয়োজিত এ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক এস এম নুরুজ্জামান মন্ডল। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক।
অনুষ্ঠানে প্রত্যেককে ৫ কেজি করে মোট ১২ হাজার ১শ ৭৫ কেজি বীজ, প্রত্যেককে ২০ কেজি করে মোট ৪৮ হাজার ৭শ কেজি ইউরিয়া সার, প্রত্যেককে ১০ কেজি করে মোট ২৪ হাজার ৩শ ৫০কেজি ডিএপি এবং প্রত্যেককে ১০ কেজি করে মোট ২৪ হাজার ৩শ ৫০ কেজি এমওপি প্রদান করা হয়েছে। এ ছাড়াও সেচ সহায়তা বাবদ প্রত্যেককে ৩শ টাকা করে মোট ৭ লাখ ৩০ হাজার ৫শ নগদ টাকা বিতরন করা হয়েছে।